মোঃ নুর নবী জনিঃ-যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নানা কর্মসুচীর মধ্যদিয়ে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা হয়।বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী,উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা: শারমিন আহমেদ তিথি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানাসহ সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ এবং সকল দপ্তরের কর্মকর্তাগন।
পরে রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও উপজেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্বোধন,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,হাসপাতাল,এতিমখানায় ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন