দৈনিক জনবানী'র সম্পাদকসহ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দৈনিক জনবানী'র সম্পাদকসহ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন


সাফায়াত সাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-দেশের বহুল প্রচলিত দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় লাক্ষ্মীপুর সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

দৈনিক জনগণের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সাফায়াত সাকিবের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া মানববন্ধনটির সঞ্চালনা করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেন। 

এ সময় আয়োজনটিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মীর ফরহাদ হোসেন সুমন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক নাজিমুদ্দিন রানা, আর টিভি জেলা প্রতিনিধি পলাশ সাহা, আনন্দ টিভি জেলা প্রতিনিধি বি এম সাগর, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, জনবানী'র কমলনগর প্রতিনিধি হেলাল, রামগঞ্জ প্রতিনিধি বাবু, সাংবাদিক রকি, মিলন, আকাশ, বেলাল প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা দৈনিক জনবানীর সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানায়। এসময় তারা আরো বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও তারা সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বিগত সরকারের আমলে আমরা অনেক হয়রানি শিকার হয়েছি, এখনো হচ্ছি। তাহলে পরিবর্তন টা কোথায়?  সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে দেশের গণমাধ্যম আবারো হুমকির পথে পড়বে। 

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জনবাণী প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন সম্পাদক আতোয়ার হোসেন,বিশেষ প্রতিনিধি বশির হোসেন খাঁনের উপর বাংলামোটর এলাকার প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় দুবৃর্ত্তরা হামলা করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭