মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার অভিযাগে কাজল (২৪) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় ব্রীজের ঢাল থেকে তাকে আটক করা হয়। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
আটককৃত যুবক কাজল সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪ টায় উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ব্রীজের ঢালে ওই যুবককে দুইটি ছাগলসহ সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ছাগলের বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষ জনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হলে। ওই যুবক তখন শিকার করে যে সে রামগোবিন্দেগাঁও গ্রাম থেকে উক্ত ছাগল দুইটি চুরি করে এনেছে। পরে ছাগলের প্রকৃত মালিককে খবর দিয়ে এনে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে নিয়মিত মামলা রুজু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন