মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে বদলি করা হয়েছে।
গত রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম (পিপিএম) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
তবে এখানো সোনারগাঁ থানায় নতুন ওসির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।
জানা যায়, ওসি আব্দুল বারীর বদলিটি ‘জনস্বার্থে’ করা হয়েছে। ওসি হিসেবে মো. আব্দুল বারী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই তাকে বদলি করা হয়েছে।
চার মাসের মধ্যে এমন বদলীর ঘটনায় সোনারগাঁয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন