ফতুল্লা সংবাদদাতা//নারায়ণগঞ্জের বক্তাবলী মধ্যনগর গ্রামের ইকবাল মেহেদির বিরুদ্ধে চেকজালিয়াতি ও প্রতারণার মামলায় দীর্ঘ ২০ মাস জেল খাটার পর নতুন অভিযোগ উঠেছে। সম্প্রতি ইকবাল মেহেদি বক্তাবলীর বাজার কমিটির সরকারি কার্যালয় দখল করে নিজেকে বাজার কমিটির সভাপতি হিসেবে দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, ইকবাল মেহেদি সন্ত্রাসীদের সহায়তায় কার্যালয়টি দখল করেছেন এবং সেখান থেকে নিজের কার্যক্রম পরিচালনা করছেন। এ নিয়ে বাজার এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, "ইকবাল মেহেদি দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত। এখন সে কার্যালয় দখল করে বাজারের কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা চাই।"স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ, বক্তাবলী মধ্যনগর গ্রামের মিলন মেহেদির ভাই ইকবাল মেহেদি। সে দীর্ঘদিন প্রতারনা ও চেক জালিয়াতি মামলায় প্রায় ২০ মাস জেলখেটে এসে সে এখন বক্তাবলী সরকারি বাজারের কার্যালয় দখল করে এবং সন্ত্রাসীদের নিয়ে কার্যালয়ে বসে নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন