রুপগঞ্জ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

রুপগঞ্জ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা


রুপগঞ্জ প্রতিনিধিঃ
-রূপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ( মনিকা পারভিন(৪৫ ) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় এক মাদকসেবী বখাটে যুবক। 

মনির (৩৫) নামে ওই বখাটে প্রায়ই ওই গৃহবধূকে উত্যাক্ত করতো, বোরবার (২৯ ডিসেম্বর) দুপুরে১১ টার সময় রাস্তায় একা পেয়ে আবারো কুপ্রস্তাব দেয়। এতে ওই গৃহবধূ অস্বীকৃতি জানালে  এবং এলাকা বাসী বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে মনিকা পারভিন এর উপর তার নিজ বাড়ীতে  হামলা জালায় বখাটে মাদক ব্যবসায়ী মনির ও তার সহযোগীরা।

এ সময় তিনি চিৎকার দিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে ওই বখাটে যুবক দরজায়কে কুপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন গৃহবধূর ডাক-চিৎকারে এগিয়ে এলে বখাটে যুবক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

প্রাণনাশের আশঙ্কায় তিনি তখন জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দেন। ফোন পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মমিনুর ও ইমরান ঘটনাস্থলে এসে এ ঘটনার সত্যা পান। 

ভুক্তভোগী মনিকা পারভিন  (৪৫)বক্তব্য  জানান, আমার স্বামী সৌদিপ্রবাসী মাসুদ খান ও বড় ছেলে মান্নান শুভ জীবীকার তাগিদে তারা দেশের বাহিরে থাকে, আমি আমার দুই ছেলে সিয়াম (১৬)সিহাদ(১৪)  নিয়ে আমাদের নিজ বাড়িতে বসবাস করি,মাদকসেবী মনির নামের বখাটে যুবক আমার স্বামী সৌদিপ্রবাসী বিদেশে থাকায়, আমাকে একা পেয়ে প্রায়ই  উত্যাক্ত করতো,কুপ্রস্তাব দিত তার কুপ্রস্তাবে আমি রাজি না হওয়া এবং আমার ছেলেদের ও এলাকাবাসীকে বিষয়টি  জানাজানি হলে,মনির ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দেশীয় অস্ত্র এনে কুপিয়ে হত্যা করার উদেশ্যে আমার উপর আমার বাড়ীতে হামলা চালায় বখাটে মাদক ব্যবসায়ী। 

এ বিষয়ে আমি নিজে বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।

এবিষয়ে রুপগঞ্জ  থানার ওসি লিয়াকত হোসেন জানান  এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭