মোঃ নুর নবী জনিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন সোনারগাঁয়ে ছেলে কালাম হোসেন জয়।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে কালাম হোসেন জয়কে সিঃ সহ সভাপতি পদে দায়িত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুক্তার আখন্দ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুক্তার আখন্দ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলামের প্রেরিত এক চিঠিতে সিঃ সহ-সভাপতি নির্বাচিত হওয়ার এমন নির্দেশনা দেন।
ছিঠিতে জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে কালাম হোসেন জয়কে সিঃ সহ সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়। তার সততা, দক্ষতা ও মেধার আলোকে এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিঃ সহ-সভাপতি নির্বাচিত হওয়ার সংবাদে এক প্রতিক্রিয়ায় আবুল কালাম জয় বলেন,সবসময় চেষ্টা করেছি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে। মানুষের ভালোবাসায় বারবার মুগ্ধ হয়েছি, আপ্লুত হয়েছি। ভবিষ্যতেও সবসময় মানুষের পাশে থাকব। আর এ সুযোগ দেয়ায় সভাপতি মুক্তার আখন্দ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ভাবে কাজ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন