সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ ।
বুধবার(১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।
এর আগে মঙ্গলবার থানার ওসি এমএ বারীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জনায় গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় গ্রেফতার -৪ জন,জিআর ওয়ারেন্ট মামলায় গ্রেফতার -১জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগ গ্রেফতার-১জন।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ মোবারক হোসেন(২১)খাগড়াছড়ি জেলা ও থানার উত্তর গঞ্জ পাড়া এলাকার মনির মিয়ার ছেলে তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে শাহ মোঃ আবু ইসহাক কে (৫৫) গ্রেফতার করা হয়। এছাড়াও জিআর ওয়ারেন্ট-১জন ও মাদক মামলায় আরো ৩ জন আসামিসহ মোট ৬ জন আসামিকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমএ বারী জানান গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন