আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়িঘরে লুটপাটের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়িঘরে লুটপাটের অভিযোগ


নিজেস্ব প্রতিনিধি
: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার আড়াইহাজার পৌরসভার বারৈপাড়া মিলকি বাঘানগর গ্রামের মৃত মুজাফফর আলীর ছেলে নাসির উদ্দিন ওরফে নান্নু বাদী হয়ে শনিবার  (১৪ ডিসেম্বর) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে গাজীপুরা গ্ৰামের মৃত হযরত আলীর ছেলে কবির হোসেন ওরফে ভিপি কবির গত কিছুদিন যাবত তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল নান্নু তা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ৩০/৪০ জন লোক নিয়ে নান্নুর বাড়িতে এবং ৭টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে  লুটপাট করে ২৭ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে  নান্নুর ভাতিজা আল-আমিন এবং ভাতিজি রেহানাকে কুপিয়ে এবং পিটিয়ে  দুইজনকে মারাত্মক আহত করে। পরে তাদের দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেন। এ হামলার  ঘটনায় ভুক্তভোগী নান্নুর  নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী নান্নু জানান এ ঘটনার পর থেকে আমি এলাকা ছাড়া তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি কবিরের লোকজন রবিবার সকাল থেকে আমার জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করছে। ব্যাপারে অভিযুক্ত ভিপি কবির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এ ব্যাপারে কিছুই জানিনা আমি জমি দখল বা কোন হামলা করি নাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭