নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামী শনিবার (৭ডিসেম্বর) সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-১, কাবিলগঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও আনন্দবাজার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষন কাজের জন্যে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১ সোনারগাঁয়ে এজিএম ঐকতান ই দেলশাদ।
তিনি জানান,সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত বর্নিত সময়ে সোনারগাঁও পৌরসভাসহ মোগড়াপাড়া ইউনিয়ন, শম্ভুপুরা ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, সনমান্দী ইউনিয়ন, বৈদ্যোর বাজার ইউনিয়ন এবং বারদী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১র পক্ষ থেকে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন ।
এবিষয়ে তিনি সকলের সদয় অবগতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন