নিজেস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু বেগম রোকেয়া এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও সমাজ কল্যাণে বিশেষ অবদানের প্রেক্ষিতে তাকে এ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সোসাইটি ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।
সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীস্থ রায়েরবাগ পুতুল বাড়ি চাইনীজ এন্ড রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মননা তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিসেস সোহেলী আক্তার।
এসময় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সোসাইটি ও অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত চিলেন, সম্মাননাপ্রাপ্ত সাব্বির আহমেদ সেন্টু, সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সবুজ রায়, সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম, মাসিক প্রবারণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রসেনজিৎ বড়ুয়াা,খ্যাতিমান ছড়াকার উৎপল বড়ুয়া,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট নূরজাহান বেগম,এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও কুশিয়ারা টেকনিক্যাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান।
এসময় আরোও উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান আনিস. নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান. নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম. মাওলানা ক্বারী মোঃ আবু সাঈদ. অ্যাডভোকেট নাবিলা তাবাসসুম. চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রোকসানা. সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা সুমা. সাংগঠনিক সম্পাদক আমেনা আক্তার. শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া হক মৌ. গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন দেওয়ান. সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক মীম আক্তার. যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ খন্দকার. ঢাকা বিভাগীয় কমিটির অন্যতম সদস্য মো: দৌলত মিয়া. ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক তাহামিনা ইয়াসমিন মিথিলা. সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম. ফতুল্লা থানা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: শাহাদাত. সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি মো: মজিবুর রহমান প্রধান. এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও জয়ীতা নয়ন. নারী উদ্যোক্তা ও জয়ীতা রোজিনা মোহন. নারী উদ্যোক্তা রোকসানা ডলি. নারী উদ্যোক্তা জোসনা বেগম. নারী উদ্যোক্তা নিলিমা. নারী উদ্যোক্তা ফারজানা সেহরিন ঈশিতা. নারী উদ্যোক্তা হাসিনা আক্তার. নারী উদ্যোক্তা ও মডেল সোনিয়া পারভীন. সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার. কন্ঠশিল্পী সৈয়দ কামরুল হক টিটু. আলপনা চৌধুরী. নারী উদ্যোক্তা রবি. সাংবাদিক সাইদুর রহমান. শাওনসহ অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন