নিউজ ডেক্সঃ-নরসিংদীর মনোহরদী উপজেলার লাখপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আতিকুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে মনোহরদী থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে তার নিজবাড়ী লাখপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আতিকুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লাখপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি আদালতের একটি সিআর মামলার আসামি। এই মামলায় আদালত থেকে তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি পলাতক ছিলেন।
বিষয়টি আজকের সংবাদকে নিশ্চিত করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার।
এবিষয়ে এসআই আল ইসলাম বলেন, ‘ নরসিংদী জেলার শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান সরকার স্যার এর নির্দেশনায় ও ওসি মনোহরদী আব্দুল জব্বার স্যার এর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে আমি ও এসআই এএসআইসহ সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে লাখপুর এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করি। সে সিআর মামলার সাজাপাপ্ত আসামি এছারাও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্ষনসহ একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন