আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত কলাপাতা বার্গার রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী এসএম জামাল উদ্দিন আহমেদ বলেন, জাইদেরগাঁও এলাকায় ডীপলেড ওয়্যার লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ দিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধপূর্ণ জমিতে গত কয়েকদিন ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রচীর নির্মাণের পায়তারা শুরু করে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করি। যাহার নং ১৩৫৫/২১ এবং দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালত নারায়ণগঞ্জ এ দেওয়ানী মোকদ্দদ্দমা নং ২৬২/২৩ চলমান রয়েছে। উক্ত মোকদ্দমায় আদালতে সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁকে আদেশ তামিল করার আদেশ দেন। এছাড়াও মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন।


উভয়ের মধ্যে আদালতে একাধিক মামলা বিচারাধীন থাকাবস্থায় গত ২৩ নভেম্বর ২০২৪ইং তারিখে বিবাদী লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান নান্নু নালিশা জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা করলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে আদালতের স্থিতিবস্থা বজার রাখার জন্য উভয়কে নির্দেশনা প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় গত ৫ জানুয়ারী রাতের আধারে ৩০-৩৫জনের একটি দল দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে পুনরায় দেয়াল নির্মাণ করার উদ্দেশ্যে ব্যাজ ঢালাই কাজ করা সূচকার করেন। তাদের এ হীন অবৈধ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মিলিত হয়ে এ কাজে বাঁধা দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে। পুনরায় তারা যেকোন সময় বিরোধপূর্ন জমি বে-আইনিভাবে দেয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে দখলের হুমকি প্রদান করে। বিবাদীরা আদালতের নির্দেশনা অমান্য করে একটি অশুভ শক্তিকে পুঁজি করে 'ধরাকে সরাজ্ঞান' করে তাদের ইচ্ছে অনুযায়ী মনগরাভাবে বেআইনিভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।


তিনি আরও বলেন,এমন পরিস্থিতিতে যেকোন মুহুর্তে হাবিবুর রহমান গং আমার বৈধ জমি দখল করে নিয়ে যেতে পারে বলে আশংঙ্কা প্রকাশ করছি। উপরোন্ত উক্ত ঘটনার জের ধরে আমি ও আমার পরিবারের সদস্যদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭