রুপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লাকে(৩২) সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গতকাল ৯জানুয়ারি বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে টেকনোয়াদ্দা এলাকার বুলু মিয়া(৩৫), আব্দুল হমিদ, ইউসুফ আলী ও মনির হোসেন(২৫) এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। যুবদল নেতা রাসেল মোল্লা মাদক ব্যবসায় বাধা প্রদান করায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গতকাল বৃস্পতিবার বাড়ি ফেরার পথে উপজেলার মাইজপাড়া এলাকায় পৌঁছিলে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের নেতৃত্বে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাসেল মোল্লাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীরা রাসেল মোল্লার প্যান্টের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রাসেল মোল্লা বাদী হয়ে ৫জনকে নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন