নাবিলা শারমিন : নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
মঙ্গলবার(৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মামলায় বেকসুর খালাস পাওয়ার খবরে আদালত পাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের সকল নেতাকর্মীরা।তাদের সাথে একযোগে ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন দিদার, প্রকাশনা সম্পাদক: মুস্তাফিজুর রহমান, সহ প্রকাশনা সম্পাদক: রাসেল আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন জাকির খানের হাজারো সমর্থক।
জানা যায়,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে খালাস পেয়েছিলেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর বাধাঁ নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন