সোনারগাঁয়ে নারীসহ ২ মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সোনারগাঁয়ে নারীসহ ২ মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। 


গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী। 


এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃত মাদক কারবারিরা হলোঃ- কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার নুরুল হকের স্ত্রী সলেমা খাতুন (৪০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে আলি আকবর (৫৫) । 


পুলিশ জানায়, উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়। এসময় নারী মাদক কারবারি সলেমা খাতুনের কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও পুরুষ মাদক কারবারি আলি আকবরের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 


এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান,আকটকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭