সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।
শুক্রবার(১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রায় পাচঁশতাধিক নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু মুসা,শাহীন,আল আমিন,আমিনুল প্রমুখ
এসময় বক্তারা বলেন , ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের কিছু দোষর এবং ভুমিদস্যুরা একত্রিত হয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়ার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাট ও চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন