ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল


নিজেস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করা হয়েছে।


সোমবার (৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


গত ৩০ ডিসেম্বর কুষ্টিয়া থেকে জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।


মাহমুদুল হক নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে  দায়িত্ব গ্রহণের পর থেকেই তার দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের জন্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একই সাথে তিনি ওসমান পরিবারের নানা অপকর্মকে সমর্থন না করে বিরাগভাজনও ছিলেন।


বিশেষ করে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর ক্যাশিয়ার এস এম রানার ৪২ লাখ টাকার ঘুষ আটক করে বহু চড়াই উতরাই শেষে দূর্ণীতি নিরুৎসাহিত করতে দূদকের কাছে হস্তান্তর করেন ওই টাকা। যা ছিলো ব্যাপক আলোচনায়। ওসমান পরিবারের চোখ রাঙানী কে উপেক্ষা করেই ব্যাক্তিত্ব নিয়ে টিকে ছিলেন মাহমুদুল হক ।

তিনি বিশেষভাবে আলোচনায় আসেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য। সে সময় তিনি ঠান্ডা মাথায় সুকৌশলী সিদ্ধান্ত নিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেন।

আওয়ামীলীগ সরকারের পতনের পর জেলা প্রশাসক হিসেবে মাহমুদুল হক সম্পূর্ণ পেশাদারিত্ব ও ব্যাক্তিত্ব নিয়ে কাজ করছেন তা সকলের কাছে প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। একই সাথে ইতিহাসে এই প্রথম কোন জেলা প্রশাসকের বদলীর আদেশ বাাতিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭