মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ( ভূমি ) মন্জুরুল মোর্শেদ।
অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে অবস্থিত প্রায় ৩ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে একটি ফলের দোকানসহ মোট ৫টি অবৈধ দোকানদার কে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওয়াহেদ মোর্শেদ,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের ও পুলিশ সদস্যরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, আজকে মোগরাপাড়া এলাকার মহাসড়কের দু'পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান , সরকারী জায়গায় স্থাপনকৃত ৫টি অবৈধ দোকানীকে জরিমানাসহ প্রায় ৩ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন