বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জ বন্দরে র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে দুই প্রবাসীকে টেনে হেঁচড়ে নামিয়ে নগদ টাকা সহ ২১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। গত ১৪ জানুয়ারি দুপুর আড়াই টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় আব্দুল মোনেম লিমিটিড সংলগ্ন এ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম মাঝি (৫৪), নেসার উদ্দিন বাচ্চু (৫২) ও বাবুল (৪০) নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানাগেছে, আবু হানিফ (৩৫) ও রাজিব ভূঁইয়া (৩৫) দুই প্রবাসী গত ১৪ জানুয়ারি ডুবাই থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তারা একটি প্রাইভেটকার যোগে বাইতুল মোকাররম মার্কেটে এসে ডলার ভাঙ্গান। তার পর রাজধানী ফ্লাইওভার থেকে এশিয়া লাইন (১৪-৭৫৩৩) যাত্রীবাহী বাসে উঠে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন তারা । দুপুর আড়াই টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন জাঙ্গাল এলাকায় আব্দুল মোনেম লিমিটিড গেইটের সামনে বাসটি পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েজ বাসটি গতিরোধ করে ৩/৪ জন লোক র্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে। এরপর ডাকাতরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী রাজিব ভূইয়া ও আবু হানিফের বিরুদ্ধে মামলা আছে বলে বাস থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত হাইয়েজ গাড়িতে তুলে। এসময় প্রবাসীদের সঙ্গে থাকা কালো ও বুলু রংয়ের ব্যাগে থাকা নগদ ১২ লাখ ৫ হাজার ব্রিটিশ পাউন্ড, ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড,২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট সহ ২১ লাখ টাকার মালামাল জোর পূর্বক ছিনিয়ে নিয়ে তাদেরকে ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এঘটনায় প্রবাসী আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে দুই প্রবাসীর কাছ থেকে ২১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম মাঝি (৫৪), সে পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ মাধবখালীর গ্রামের মোমেন উদ্দিন মাঝির ছেলে। নেসার উদ্দিন বাচ্চু (৫২) একই এলাকার আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। বাবুল (৪০) একই এলাকার মৃত শাহানাজ মুন্সির ছেলে। ধৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুর তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন