আড়াইহাজারে রাস্তার পাশের গাছ কাটার সময় চাপা পড়ে আহত-২ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

আড়াইহাজারে রাস্তার পাশের গাছ কাটার সময় চাপা পড়ে আহত-২


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাঙ্গালিয়া- আড়াইহাজার সড়কের নৈকাহোন এলাকায় রাস্তার পাশের সরকারী গাছ কেটে নেয়ার সময় গাছ চাপা পড়ে এক রিকসাচালকসহ দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। 

আহতদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে । 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সড়কের দু পাশে অনেক সরকারী গাছ রয়েছে। স্থানীয়রা গাছ গুলো দীর্ঘদিন ধরে কেটে নিয়ে যাচ্ছে। 

এ বিষয়ে বার বার উপজেলা বন বিভাগের অফিসকে জানালেও কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। ঘটনার সময় ওই এলাকার আবু বেপারীর ছেলে মোবারক সড়কের পাশের একটি মেহগনি গাছ প্রশাসনকে না জানিয়ে কেটে নিচ্ছিলেন। এ সময় সড়কে চলাচলরত একটি বেটারী চালিত রিকসার উপর গাছটি পড়ে গিয়ে রিকসা চালক এবং রিকসার এক যাত্রী গুরুতর আহত হন। 

এ সময় ঘটনাস্থলের দু পাশে শত শত গাড়ী আটকা পড়ে প্রায় ১ ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে তোলে। আহতদেরকে উপস্থিত লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে একজনের অবস্থা গুরুতর বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কার হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান শিমুল জানান, ঢাকায় রেফারকৃত আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭