নিজস্ব প্রতিবেদকঃ-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে এবং সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে বিএনপির হাজারো নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন পরে মিছিলটি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমির হোসেন, যুব দল নেতা মামুন আব্দুল্লাহ,জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম, যুগ্ম আহবায়ক রিপন আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন ও যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার ফারুক হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন