শাহজাহান কবিরঃ-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার শাখার নেতৃবৃন্দ রোববার ( ৯ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দেশে স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে মত বিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের আড়াইহাজার শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমেদ।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসউদ্দীন, সাবেক সভাপতি হাফেজ মাওলানা সাদেকুর রহমান, সাবেক সহ -সভাপতি মাওলানা ফরিদউদ্দীন, হাইজাদী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক ( হাইজাদী) মাওলানা জাহাঙ্গীর ইকবাল, সহ- সভাপতি (হাইজাদী) মাওলানা আহাম্মদ আলী, সদস্য (ফতেপুর শাখা) মাওলানা আবুল হাশেম, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ( ছাত্র জমিয়ত বাংলাদেশ), সহ-সভাপতি ( গোপালদী পৌরসভা শাখা) মাওলানা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ( ছাত্র জমিয়ত বাংলাদেশ, হাইজাদী) মাওলানা তাওহিদুল ইসলাম, আড়াইহাজার শাখার সদস্য মাওলানা ইসমাইল, সদস্য ( খাগকান্দা শাখা) মাওলানা ওমর ফারুক, প্রমুখ।
সভায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মাওলানা মাসুম বিল্লাহ সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অংশ গ্রহণ করার প্রত্যয় ব্যাক্ত করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন