নড়াইল প্রতিনিধিঃ-নড়াইল প্রেসক্লাবের সদস্য আল আমিন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির ক্রিড়া সাংবাদিক (সদস্য) মনোনীত হওয়ায় সাংবাদিক আল আমিন কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বুধবার রাতে নড়াইল প্রেসক্লাবের হলরুমে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য খাইরুল আরেফিন রানা,মোস্তফা কামাল, নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু,মির্জা নজরুল ইসলাম,সাংবাদিক আব্দুল কাদের,এসকে সুজয়,শুভ সরকার,মিশকাতুজ্জামান মিশকাত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৪ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে পদাধিকার বলে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আহবায়ক,পদাধিকার বলে ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান সদস্য সচিব ও মোঃ হেমায়েতুল হক হিমু,মোল্লা মোঃ মনিরুজ্জামান,আসজাদুর রহমান মিঠু,হামিদুল হক তনু, মোঃ মোতাসসিন বিল্লাহ ও সাংবাদিক মোঃ আল আমিন কে সদস্য করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন