আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাইং কারখানার গরম পানিতে পরে ঝলসে গিয়ে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার দুপতারা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় মোঃ ইয়াকুবের মালিকানাধীন ভাই ভাই এমব্রয়ডারি এন্ড টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
জানাযায় গত ১০ ফেব্রুয়ারি ওই কারখানায় রাগবদী এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহফুজ (২৬) কাজ করছিল। ওই সময় ডাইংয়র স্ট্রীমের গরম পানিতে অসাবধানতাবশত মাহফুজের পা পিছলে পড়ে গিয়ে পা ঝলসে গেলে সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে পরে স্বজনরা তাকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন।
নিহতের বোন শাহনাজ জানান, আমার ভাই ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মারা যান।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে,নিহত মাহফুজের পরিবারের কোন অভিযোগ না থাকায় ঢাকা শাহবাগ থানায় একটি ইউ ডি মামলার পর ময়না তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন