সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের মাঝে ক্ষোভ


সোনারগাঁও প্রতিনিধিঃ
-দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িতের সুষ্পষ্ট অভিযোগে বহিস্কৃত হয়েছিলেন যুবদল নেতা আশরাফুল।আর তাকে নিয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার বিভিন্ন দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি,যুবদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।এ নিয়ে নেতাকর্মীরা তীব্র ক্ষোভ যারচ্ছেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নেতা কর্মীরা জানান,জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারকে ম্যানেজ করে দিব্যি চলছেন বহিস্কৃত নেতা আশরাফ। অথচ ত্যাগি নেতারা মুল্যায়ন হচ্ছে না। যেখানে কেন্দ্র হতে আশরাফ ভুইয়া কে বাদ দিয়ে সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে, অথচ তাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, রাস্তাঘাট উদ্বোধন এটা মোটেই  কাম্য নয়। গত বুধবার আশরাফ ভুইয়াকে নিয়ে রাস্তা উদ্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছাড়ার পর থেকেই নেতাকর্মীদের মাঝে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

এর আগে আশরাফ ভুইয়া পদ ফিরে পেতে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের নিয়ে বিক্ষোভ করেছেন,এতেও মনক্ষুন্ন হয়েছে কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা। 

জামপুরে বিভিন্ন এলাকায় আশরাফ ভুইয়া তার লোকজন নিয়ে দখল বানিজ্য করায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ি এ ঘটনার পরে কেন্দ্রীয় নেতাকর্মীরা তাকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে বহিস্কৃার করেন। সেই সাথে বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ জানানো হয়।

এবিষয়ে জানতে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন বলেন, হত্যা আর নাশতার মামলার আসামীদের নিয়ে কিছু করলে দল তা কারো ব্যাপরে মেনে নিবে না,আর আশরাফ ভুইয়া যেহেতু দলের কেউ না এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাকে নিয়ে আমার কোন মন্তব্য নেই যেহেতু সে আমার দলের কেহ না।

উল্লেখ্য ১৭ জানুয়ারি শুক্রবার গণমাধ্যমে “যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ” ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনারগাঁয়ে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে আশরাফ ভুইয়াকে গত ২৩ জানুয়ারী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িত থাকায় বহিস্কার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭