যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত-৩ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত-৩


মোঃ নুর নবী জনিঃ
- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশু সহ ৩ জন নিহত হয়েছেন।


শুক্রবার (৭ ফেব্রুয়ারী)  সন্ধায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এই দূর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন,রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান(২৩) সে পেশায় একজন অটোরিকসা চালক,যাত্রী কাকুলী আক্তার(৩৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী ও তার শিশু পুত্র আরিয়ান রাফি(৫)।



নিহত কাকুলীর মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় চিটাগংরোড থেকে অটোরিকশায় চড়ে কাঁচপুর সেতুর ওপর দিয়ে ওল্টো পথে কাচঁপুর আসার পথে হিমালয় নামের যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশুসহ দুই যাত্রী নিহত হয়।


কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান,উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৩ জন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে, দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭