নড়াইল প্রতিনিধিঃ-জমকালো আয়োজনের মধ্য দিয়ে নড়াইল প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) জেলার লোহাগড়া উপজেলার রামপুরে অবস্থিত স্বপ্নবীথি পিকনিক স্পটে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।
এতে নড়াইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা। এ সব খেলা ধুলায় অংশ নেন প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবার। ফ্যামিলি ডে'র দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা,বল নিক্ষেপ,বালিশ খেলা সহ ইত্যাদি। পরে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক ও নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারমিন আক্তার জাহান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু রিয়াদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক,অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য আল আমিন।
এ সময় নড়াইল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মলায় কান্তি নন্দী,কাজী হাফিজুর রহমান,সাইফুল ইসলাম তুহিন,মোস্তফা কামাল,জহির ঠাকুর,সাবেক সভাপতি অ্যাড.আলমগীর সিদ্দিকী,এনামুল কবীর টুকু,পিকনিক বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজিজুল ইসলাম,উপ-কমিটির সদস্য অ্যাড.রাজু আহমেদ রাজীব,ইমরান হোসেন,মো. নূরুন্নবী,তাহের আলী মোল্লা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটি’র আহবায়ক মুন্সি আসাদ রহমান,কমিটির সদস্য শরিফুল ইসলাম বাবলু,আল আমিন,আব্দুল কাদের,এসকে সুজয় বিশ্বাস ও দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার মিশকাতুজ্জামানসহ নড়াইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় খেলার বিজয়ীদের ও র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারমিন আক্তার জাহান।
ঝাঁকজমকপূর্ণ ফ্যামিলি ডে অনুষ্ঠিত করায় কমিটিকে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ ও সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন