৮ মন ওজনের শাপলা মাছ জেলের জালে - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

৮ মন ওজনের শাপলা মাছ জেলের জালে


সোনারগাঁ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক জেলের জালে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে । চাঁদপুর এলাকার মেঘনা নদীতে হাবিবুল্লাহ নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।


মঙ্গলবার সকালে উপজেলা বৈদ্যেরবাজার এলাকার মাছ ঘাটে পিকআপ ভ্যান করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন মাছটি । এসময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করেন।


স্থানীয়রা মাছটিকে কেউ শাপলা পাতা মাছ, কেউ পান পাতা মাছ আবার কেউ হাউস মাছ নামে ডাকেন। তবে বিদেশিদের কাছে এটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।


বৈদ্যেরবাজার মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে ধরা পড়ে। তিনি মেঘনা নদীর চাঁদপুর মোহনায় মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাটে নিয়ে আসেন। সেখানে তিনি মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করেন।


বৈদ্যেরবাজার এলাকার আলম মিয়া বলেন, দীর্ঘ সময় পর বিরল প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসা হয়েছে। মাছটি বিশাল আকৃতির। মাছটি লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।


এবিষয়ে সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, চাঁদপুর এলাকা থেকে এক জেলে মাছটি ধরে নিয়ে আসেন সোনারগাঁয়ে মাছটি প্রায় ৮ মন ওজনের। এটি বিভিন্ন অঞ্চলে একেক নামে পরিচিত। বাজারে এ মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। এটি মূলত শাপলাপাতা মাছ হিসেবেই পরিচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭