আপনার স্কুল পড়ুয়া সন্তানের হাতে মোবাইল ও মটরসাইকেল দিবেন না: জেলা প্রশাসক - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আপনার স্কুল পড়ুয়া সন্তানের হাতে মোবাইল ও মটরসাইকেল দিবেন না: জেলা প্রশাসক


নড়াইল প্রতিনিধিঃ
-আপনার স্কুল পড়ুয়া সন্তানের হাতে মোবাইল ও মটরসাইকেল দিবেন না। নির্ধারিত পোশাক পরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করতে হবে,প্রতিটা শিক্ষার্থীকে মাথার চুল, হাত ও পায়ের নখ কেটে নিয়মিত স্কুলে আসতে হবে,স্কুলের আইন ভঙ্গ করলে প্রথমে সেই শিক্ষার্থী এবং তার পরিবারকে সতর্ক করা হবে, যদি পুনরায় আবারও আইন অমান্য করে তাহলে সেই শিক্ষার্থীকে প্রয়োজনে স্কুল থেকে বের করে দিতে হবে। 

সোমবার দুপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নড়াইলের জেলা প্রশাসক ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি শারমিন আক্তার জাহান।

তিনি বলেন,শিক্ষা হল জাতির মেরুদন্ড। আমাদের সন্তানকে আগামীর জন্য সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। যে সকল শিক্ষার্থীরা স্কুলে এসে ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে যায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে। যদি কোন শিক্ষার্থীর মাদকের সাথে সম্পর্ক থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। 

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,যদি মোবাইল নিয়ে ছাত্ররা বিদ্যালয়ে আসে তাহলে তার স্কুল ব্যাগ চেক করে মোবাইল নিয়ে  আমার কাছে জমা দিন। অভিভাবকরা আমার কাছ থেকে ফোন নিয়ে আসবে। আর বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সকল প্রকার সহযোগিতা করা হবে।

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকরা পরামর্শমূলক বক্তব্য দেন। শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে হাজির থাকে ও পরিপাটি পোশাক পরে বিদ্যালয়ে উপস্থিত হয় সেই বিষয়ের দিকে নজর দেওয়ার জন্য তাগিদ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো: আহসান মাহমুদ রাসেল।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭