শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে--ইউএনও ফারজানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে--ইউএনও ফারজানা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাদক এবং এর ক্ষতিকারক দিক নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।


এসময় প্রধান অতিথি ইউএনও ফারজানা রহমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। বর্তমান দেশের আনাচে কানাচে মাদক ছড়িয়ে পড়েছে। দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে। আশংকাজনকভাবে মাদক সেবনকারী ও পাচারকারী বৃদ্ধি হওয়ায় মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের জন্য মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাদকে ‘না’ বলার জন্য প্রচার ও প্রসার বাড়াতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভার সভাপতিত্বে সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন। 

এছাড়াও শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭