মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যানজট সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি দোকানদারকে ২১০০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিল সহকারী কমিশনার(ভূমি) মঞ্জুরুল মোর্শেদ,মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সোনারগাঁ থানা পুলিশে একটি দল ও সুশীল সমাজের লোকজন এবং স্থানীয় বিএনপি রাজনৈতিক ব্যক্তিরা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, যানজট নিরসনের জন্য আমাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে তাদের সকলের সিদ্ধান্তের পরিপেক্ষিতে আমাদের এই অভিযান পরিচালনা হয়েছে। যানজট নিরসনে আমাদের যতটুক ভূমিকা রাখা যায় আমরা রাখবো।
তিনি আরও বলেন, রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, বিশেষ করে ভাসমান প্রায় ৩০০ টি দোকান-পাট উচ্ছেদ করা হয়। এসময় আরো প্রায় ২০০টি দোকান মালিককে নিজ দায়িত্বে দোকান অপসারণ করার নির্দেশনা প্রদান করা হয়। এবং ৬টি দোকানীকে ২১,০০০ টাকা জরিমানা করা হয়।
ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন