সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পালিত হয়েছে এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।  


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে শহীদের মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করে উপজেলা প্রশাসন।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে সোনারগাঁ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  পৌরসভা ও ফায়ার সার্ভিস সিভিল সার্জনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান, সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় বিএনপি নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয়রা।


এছাড়াও উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


পরবর্তীতে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। রাতেই শহীদ মিনারে জনসাধারণের ঢল নামে। সকলেই ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।

এর পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭