আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী


আড়াইহাজার প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারের হোটেল ব্যবসায়ী নাজিমুদ্দিন এর বিল্ডিংয়ের ওয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল এলাকাবাসী। 

রোববার বেলা ১২টার দিক গোপালদী পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

জানাযায় ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের অধীনে  দাইরাদী হতে, টোকশাদি, লক্ষ্মীবরদী  হয়ে  কলাগাছিয়া মোড় পর্যন্ত ১৯ ফুট  প্রশস্ত একটি  রাস্তার পাকা করনের কাজ চলছিল। এ ১৯ ফুট প্রশস্ত রাস্তার কাজ চলাকালীন যাদের ছাপনা পড়েছে গত কয়েক মাস যাবত ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের স্থাপনা ভেঙে দেয়ার জন্য এলাকাবাসীকে জানিয়ে দিয়েছিল। রাস্তার কাজ চলমান থাকার জন্য এরই মধ্যে অনেকে তাদের স্থাপনা নিজেরাই ভেঙ্গে দিয়েছে । রাস্তার কাজ চলমান অবস্থায় লক্ষ্মীবরদী এলাকায় কয়েকটি স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যে ব্যবসায়ী নাজিম উদ্দিন এর বাড়িও ছিল।ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ স্থানীয় লোকজনদের নিয়ে তার একতলা বিশিষ্ট পাকা ভবনের ওয়াল ভেঙে দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও তিনি কোন কর্ণপাত করেননি। এ কারনে রবিবার দুপুরে ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকাবাসীর সহায়তায় বুলডোজার দিয়ে তার বিল্ডিং এর একাংশ ভেঙে ফেলছে। 

এ বিষয়ে ভুক্তভোগী নাজিমুদ্দিন জানান আমাকে কোন লিখিত নোটিশ না দিয়ে অতর্কিতভাবে অত্র গ্রামের ফজলুল হক, মিলন,দাইয়ান,জাইদুল, টাইগার জলিল তারা বুলডোজার দিয়ে আমার স্থাপনা ভেঙ্গে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে, আমি এর ন্যায় বিচার  চাই। এ বিষয়ে প্রতিপক্ষ মিলন ভুঁইয়া জানান, গত কয়েক বছর যাবত এলাকাবাসী এ রাস্তাটি দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছিল। এখন রাস্তাটি পাকা করনের কাজ চলছে তার বাড়িটির একটি ওয়াল ভেঙ্গে দেয়ার জন্য নাজিম উদ্দিন কে এলাকাবাসী গত দুই মাস যাবত বলা সত্বেও তিনি তা ভেঙ্গে দেননি তাই এলাকাবাসী তার ওয়াল ভাঙ্গার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে সহায়তা করেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার রফিক জানান, রাস্তার কাজটি করতে গিয়ে তার বাড়ি ছাড়াও একটি মসজিদের ওয়াল এবং কয়েকটি বাড়ির ওয়াল ভেঙ্গে ফেলতে হয়েছে। তবে ভেঙ্গে ফেলার ক্ষেত্রে কাউকেই লিখিতভাবে কোন নোটিশ দেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭