স্টাফ রিপোর্টারঃ-সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার থেকে শনিবার দুপুরে ওয়ারেন্টভূক্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান টের পেয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার মৃত মোস্তাজ উদ্দিনের ছেলে জিল্লুর রহমান কর্তৃক দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৪/৩২৬/৩৭৭/৩৭৯/৫০৬ ধারায় সোনারগাঁ থানায় মামলাটি অন্তর্ভূক্ত হয়। যার মামলা নং-০২, তারিখ ০১.০২.২০২৫ইং। মামলার বিষয়ে বাদী জিল্লুর রহমান উল্লেখ করেন যে, আসামী মোক্তার হোসেন একজন ভূমিদস্যু ও এলাকায় নিয়মিত হাঙ্গা দাঙ্গামা বাধিয়ে রাখে। মোক্তার সহ তার সহযোগিদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে মামলাটি দায়ের করেছি। বিবাদী ১। মুক্তার হোসেন (৫২), পিতা-মৃত অকিল উদ্দিন ২। নূর নবী (২৬), পিতা- মুক্তার হোসেন, ৩। খোকন (২৮), পিতা- আব্দুল লতিফ (লতু মিয়া), ৪। আব্দুল কাদির (৩০), পিতা- আঃ সাত্তার, ৫। মিনহাজ (১৯), পিতা- আব্দুল কাদির, ৬। আরমান (১৮), পিতা-আক্তার, সর্ব সাং-রামগোবিন্দেরগাও, ইউপি-শম্ভুপুরা, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীরা উচ্ছৃঙ্খল, দাঙ্গাহাঙ্গামাবাজ ও খারাপ প্রকৃতির লোক। উক্ত বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের বিরোধ চলছে। বিবাদীগন প্রায়ই আমি বা আমার পরিবারের লোকজনদের অশ্লীল ভাষায় গালাগালীজ করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে। ৩১/০১/২০২৫ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় আমার বড়ভাই মোয়াজ্জেম হোসেন বুলবুল (৫৫) সোনারগাঁ থানাধীন হোসেনপুর বাজারে আনোয়ারের পিঠার দোকানে বসে পিঠা খাচ্ছিলো। এমন সময় উপরোক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদীরা ধারালো রামদা, ছেনদা, চাপাতি, লোহার রড, এসএস পাইপ, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে উক্ত পিঠার দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে মাথায়, পিঠে, বাম চোঁখে সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ১নং আসামী মোক্তার স্বশরীরে উপস্থিত থেকে তার হুকুমে ২নং বিবাদীর হাতে থাকা ধারালো রামদা দিয়ে আমার বড়ভাই মোয়াজ্জেম হোসেন বুলবুলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ৩নং বিবাদী আমার বড় ভাইয়ের পাঞ্জাবীর পকেটে থাকা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা, ৪নং বিবাদী আমার বড় ভাইয়ের হাতে থাকা একটি সিটিজেন ঘড়ি মূল্য অনুমান ২ হাজার টাকা ও একটি চশমা যার মূল্য অনুমান ২ হাজার টাকা নিয়ে যায়। আমার ভাইকে সাহায্য করার জন্য আমার অপর ভাই আতাউর এগিয়ে গেলে বিবাদীগন তাকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ৫নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে আমার অপর ভাই আতাউর রহমানের বাম পা ভাঙ্গার উদ্দেশ্যে আঘাত করে জখম করে। ৬নং বিবাদী আমার ভাই আতাউর রহমানের প্যান্টের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। আমার ভাইদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
থানার সকল প্রক্রিয়া শেষে অতি দ্রুত আসামী মোক্তারকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে জানান সোনারগাঁ থানা পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন