সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান'র উদ্যোগে সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে ৪ নং ও ৫ নং ওয়ার্ডে সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মনিরুজ্জামান সভাপতিত্বে পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা মাসুম রানা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান,সেলিম হোসেন দিপু,মো: রফিকুল ইসলাম (বিডিআর)মো: জয়নাল আবেদীন,শাহনুর রহমান সুমন, নুরে আলম দিপু, ছোরহাব হোসেন,ফারুক হোসেন, জামান আহমেদ জিতু প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন