সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী আশরাফুল ইসলাম (৪৩) ও আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বিপ্লব।
আশরাফ শম্ভুপুরা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের গাজী আক্কাস আলীর ছেলে ও বিপ্লব কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বদরুজ্জামানের ছেলে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন