রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ও রুপসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 


এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি স্পটে প্রায় ৩ কিলোমিটার জুড়ে আনুমানিক ছয়শত টি বাড়ির প্রায় ১৫০০ টি আবাসিক চুলা, এবং ০১ টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন ও কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 


এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। 


উচ্ছেদ কার্যক্রমে পুরো বিতরণ লাইন এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়। প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং পদ্ধতিতে বন্ধ করা হয়।


এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে, তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। এছারাও নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭