মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ও রুপসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি স্পটে প্রায় ৩ কিলোমিটার জুড়ে আনুমানিক ছয়শত টি বাড়ির প্রায় ১৫০০ টি আবাসিক চুলা, এবং ০১ টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন ও কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।
উচ্ছেদ কার্যক্রমে পুরো বিতরণ লাইন এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়। প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং পদ্ধতিতে বন্ধ করা হয়।
এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে, তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। এছারাও নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন