কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা


এমএনএ আজাদ:-
১১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত অবস্থায় নির্বাচিত ৮ জন ইউপি সদস্য উপস্থিত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এর আগে গত ৩ মার্চ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান'র বরাবর নির্বাচিত ৮ জন মেম্বার স্বাক্ষর করে ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জামান মেম্বারের প্রতি অনাস্থা যাপন করে একটি স্মারকলিপি প্রদান করেন। 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারগন একত্রিত হয়ে আমরা জামান মেম্বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অনাস্থা জানাচ্ছি। কারণ উনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাপট দেখিয়ে আমাদের কোন মতামত না নিয়ে বার বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। হাজী মো. দেলোয়ার হোসেন প্রধান একক ভাবে তাকে মনোনীত করেছিলেন। প্রকৃতপক্ষে হাজী মো. দেলোয়ার হোসেন প্রদান এবং তিনি একই রকম। আমরা চাই ইউনিয়ন পরিষদ সুন্দর ভাবে চলুক, সবাই ভালো সেবা পাক এবং দলীয় মুক্ত থাকুক। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, আমাকে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব ছুটিতে যাওয়ার কারণে আমি ৪/৫ বার সুন্দর ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন কোন দুর্নীতি হয় নাই। আমার জানা মতে আমি কোন ভুল ত্রুটি করি নাই। আমাকে প্রশাসন যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, আমি তা মেনে নেব। আইনের বিরুদ্ধে আমি কিছুই করবো না।

উল্লেখ্য; গত ১৬ ফেব্রুয়ারি কলাগাছিয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রদান একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে থাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ মো. জামান মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭