নিজস্ব প্রতিবেদকঃ-মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। তিনি যোগদান করেই নারায়ণগঞ্জবাসীর কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছেন। তিনি একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সে লক্ষ্যে তিনি একের পর এক সাহসী পদক্ষেপ গ্রহণ করছেন। সেই সাথে তা বাস্তবায়ন করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কর্তৃক ''গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচি নিয়েছেন। গত ১১ মার্চ আইনশৃঙ্খলা সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রোডস এন্ড হাইওয়ে, হাইওয়ে পুলিশের সহযোগিতায় সাইনবোর্ড ওভারব্রিজ থেকে সকল হকার উচ্ছেদ করা হয় এবং সম্পূর্ণভাবে ব্যানার ফেস্টুন মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সেই সিদ্ধান্তের আলোকে টানা কয়েকদিন ধরেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
তাদের অভিযানের প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড একেবারে ব্যানার ফেস্টুন মুক্ত হয়ে যায়। সেই সাথে রাস্তার সৌন্দর্যকে আরও দিগুণ বাড়িয়ে তুলে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৩মার্চ) অব্যাহত ছিল গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ এর কার্যক্রম। এদিন জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা সাইনবোর্ড, ভুঁইগড়, জালকুড়ি, শিবুমার্কেট এলাকা ও লিংক রোড থেকে ৯ ট্রাক ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড অপসারণ করেন।
সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে পরিণত করতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তার আগে গত ১২ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে কর্মসূচির অংশ হিসাবে সাইনবোর্ড সংলগ্ন এলাকা, ওভারব্রিজ, চৌরঙ্গী পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে পাচ ট্রাক ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড অপসারন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন