নিজস্ব প্রতিনিধিঃ-৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও এক পা ভাঙার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়।
এ ঘটনার ওই শিশুর পিতা আশরাফুল ইসলাম বাদী হয়ে সোমবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সাথে জামপুর ইউনিয়নের সেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে প্রায় ৫ বছর আগে বিবাহ হয়। সংসার জীবনে সামির আহমেদ (৪) ও আট মাস বয়সী সিজান আহমেদ নামের দুজন পুত্র সন্তান রয়েছে তাদের ।
গত ১৩ই মার্চ বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে ওই শিশুর মা ৮মাস বয়সী সিজান আহমেদের দুটি হাত ও একটি পা ভেঙ্গে বাবার বাড়ি চলে যায়। অসহ্য যন্ত্রনায় শিশুটি কাতরাচ্ছে, দিনরাতে ঘুমাতে পারছে না। নির্মম নির্যাতন ও অমানবিক আচরনে সকলেই হতভাগ হয়ে পড়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, অবুঝ শিশুর হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এসময় তার বাবা আশরাফুল ইসলাম কান্নাজড়িত চোখে সন্তানের পাশে বসে আছেন।
আশরাফুল ইসলাম জানান, ছোটখাটো যেকোন বিষয় নিয়ে তর্কবিতর্ক হলেই তার স্ত্রী তাকে মারতে দা, বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে। তার মাকেও মারধর করে। দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছুই বলেননি।
সোমবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, বিভিন্ন সময়ে রাতে বেলা প্রায়ই তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই যেকোন অঘটন ঘটিয়ে থাকেন।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার বলেন, শিশুটির বাবা তার কাছে বিচার চাইতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। তাকে থানা পুলিশের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মায়ের নির্যাতনের শিকার শিশুর বাবা অভিযোগ দায়ের করেছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।