মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি পুকুর থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পৌরসভার পানাম দুলালপুর গ্রামের আলমগীরের পুকুর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তবে ওই ব্যাক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি তার আনুমানিক ৪৫ বছর বয়স হবে, ধারণা করা হচ্ছে অন্যত্র কোথাও হত্যা করে লাশটি ফেলে যাওয়া হয় । লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন