ঈদকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে--এসপি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে--এসপি


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জে ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের সময় অপরাধ প্রবনতা কমাতে নারায়ণগঞ্জে টহল, হটলাইন সেবাসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শহরের বিনোদন কেন্দ্র ও পর্যটন কেন্দ্র গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

এছাড়াও ঈদ উদযাপন করতে গ্রামল যাওয়া মানুষদের বাড়িঘরে নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে পুলিশ। এছাড়াও সড়কে ছিনতাই, ডাকাতির মত অপরাধ রোধে মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে নিরাপত্তা জোরদার করেছে পলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার জানান, ঈদকে ঘিরে নিরাপত্তার কোন শঙ্কা নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছে। বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭