আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয় আজকের দিনে এই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আমরা গভীর শ্রদ্ধার সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছি ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আড়াইহাজার পৌরসভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি দেশ রূপান্তরকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে আমরা সবসময় আছি।তারা যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঝরিয়েছেন তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তাদের স্বপ্নকে লালন করে সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যদি তা নিশ্চিত করতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নঈম উদ্দিন , উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন