আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার আওয়ামী পন্থী লোকদের দলে বেড়াতে শুরু করেছেন বিএনপির একাংশ।
মঙ্গলবারে বিকালে বেলা ২ঃ০০ টার দিকে আড়াইহাজার বাজারে সুমন পন্থীদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এক আওয়ামী লীগ কর্মীকে।
জানাযায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়ারী গ্রামের রহমত আলীর ছেলে শাহ আলম হোসেন (রউফ) নামে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে উপজেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম এবং মাহমুদুর রহমান সুমন পন্থী নেতাকর্মীরা রউফকে ফুলের মালা দিয়ে তাদের দলে যোগদান করিয়েছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান রউফ আওয়ামীলীগ সরকারের আমলে ব্রাহ্মন্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে বিএনপির কিছু কর্মীদের নিয়ে তৎকালীন সাংসদ নজরুল ইসলাম বাবুকে প্রধান অতিথি করে ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের যোগদানের পরপর তিনি এলাকায় বেপরোয়া হয়ে উঠেন। রউফ একজন সুযোগসন্ধানী লোক যে দল ক্ষমতায় আসে সে দলে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন। এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে বিএনপিতে পূর্ণবাসন করা যাবে না, যারা আওয়ামী পন্থীদের পূর্ণবাসন করবে তাদের দল থেকে বহিষ্কার করার নির্দেশনা রয়েছে। যারাই আওয়ামী পন্থীদের পূর্ণবাসন করবে তারা দলের শত্রু। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন