কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে প্রবাসী যুবক গ্রেপ্তার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে সোনারগাঁয়ে প্রবাসী যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত যুবক মো. শান্ত (২৫) উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। এঘটনায় ভূক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  পরে বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।



জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি প্রবাসী মো. শান্ত মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই কিশোরীকে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় তখন ওই ভূক্তভোগী তার নানির বাড়ি যাচ্ছিলেন । এক পর্যায়ে কথার ছলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভূক্তভোগীর ডাক চিৎকারে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় বিকেলে ওই কিশোীর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 


অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে  শান্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।


ভূক্তভোগী কিশোরীর মা জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  মোহাম্মদ মফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহন করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭