সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী প্রত্যাহার


নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে।  মঙ্গলবার ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম।


এর আগে ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।


মোহাম্মদ আব্দুল বারী গত ৮ সেপ্টেম্বর ২০২৪ইং সোনারগাঁ থানার ওসি হিসেবে যোগদান করেন। 


তার বিরুদ্ধে ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ হেডকোয়াটার্সে একাধিক অভিযোগ করেন ভূক্তভোগীরা। এ ছাড়া ওসির দায়িত্ব পালনের সময় এ থানার অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতি, হত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটে চলছে। এ ঘটনায় তাকে বদলি করা হয়েছিল বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭