মোঃ নুর নবী জনিঃ-আগামী শনিবার ১৫ই মার্চ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফা।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, একটি শিশুও যেন ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকেটা করতে বাজারে আসা শিশুদেরকেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।
আগামী ১৫ই মার্চ প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন