নিজস্ব প্রতিনিধিঃ-- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানাইপাড় বসতঘরের সামনে একটি জমি জোরপূর্বক দখল করার অভিযোগ এনে দখলকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় বিধবা এক নারী।
শুক্রবার দুপুরে সানাইপাড় নিমাই কাশারি এলাকার একটি প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী আমেনা বেগম এবং অপর ভুক্তভোগী সাইফুদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা বেগম বলেন, নিমাই কাশারি এলাকার একটি জমির মালিক ছিলেন তার স্বামীর, স্বামীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে মালিক হন আমেনা বেগম ও তার সন্তানেরা।
আমেনা বেগম জানান জমির এসএ ও আরএস পর্চা সহ ভোগদখলে থাকার পরও হঠাৎ তার স্বামীর বড় ভাই আওয়ামী লীগ নেতা ওসমান গনি তার ছেলে ইমরান ও আকবরসহ তার পরিবারের লোকজন মিলে ওই সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। ও জমি আত্মসাৎ করার চেষ্টা করছে।
ওপর ভুক্তভোগী সাইফুদ্দিন আহমদ জানান,এই আওয়ামী লীগ নেতা ওসমান গনি বিগত সরকারের ছত্রছায়ায় অনেক নিরীহ পরিবারকে জোর করে জমি দখল করে মিথ্যা মামলা ও হামলা চালিয়েছে। আমারসহ একই এলাকার আলামিন, সাইফুদ্দিন, ইমান আলী জায়গা ভুয়া পাওয়ার দেখিয়ে জোরপূর্বক দখলসহ অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।তাদের বিরুদ্ধে মুখ খুললেই মামলা হামলার শিকার হতে হয়। তাই এই ভূমি দস্যুর হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধান উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দাবি করছি।