নড়াইলে অত্যাধুনিক বিউটি পার্লার ‘কথা বিউটি পার্লার’ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নড়াইলে অত্যাধুনিক বিউটি পার্লার ‘কথা বিউটি পার্লার’


নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের লোহাগড়ায় এই প্রথম এবং একমাত্র অত্যাধুনিক মেশিনযুক্ত বিউটি পার্লারে পাচ্ছেন আন্তর্জাতিক মানের স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট। 

জানা গেছে,নড়াইলের লোহাগড়ায় একমাত্র পার্লার যেখানে পাচ্ছেন আধুনিক মেশিন ট্রিটমেন্টের সুবিধা। সর্বাধুনিক প্রযুক্তির ফেসিয়াল ও হেয়ার ট্রিটমেন্ট (বায়ো হাইড্রা, হাই ফ্রিকোয়েন্সি, কার্বন পিল ফেশিয়াল, কেরাটিন, বোটক্স ইত্যাদি। হাইজিন ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা। সর্বোচ্চ গুণগতমানের প্রসাধনী ব্যবহার। কাস্টমারদের জন্য আরামদায়ক পরিবেশ ও ভিআইপি সেবা। এখানে বায়ো হাইড্রা ফেশিয়াল,হাই ফ্রিকোয়েন্সি স্পা – ব্রণ ও দাগ কমানোর জন্য উন্নত প্রযুক্তি।  ওজন ফেশিয়াল – স্কিন টাইট ও বয়সের ছাপ দূর করতে কার্যকরী। কার্বন পিল ফেশিয়াল (চায়না ডল ফেশিয়াল) – স্কিন ব্রাইটনিং ও ডিপ ক্লিনিং। স্কিন পলিশিং থেরাপি – রোদে পোড়া ও স্কিন কালোভাব দূর করার জন্য। ভ্যাম্পায়ার ফেশিয়াল (PRP থেরাপি) – স্কিন রিজুভেনেশনের জন্য অত্যাধুনিক ট্রিটমেন্ট। মেশিন রিবন্ডিং (Japanese/Korean technique) পার্মানেন্ট হেয়ার কার্ল  হেয়ার কেরাটিন  হেয়ার বোটক্স  গ্লোসি হেয়ার স্পা  স্মুথিং ট্রিটমেন্ট জেল নেইল পলিশ, নেইল এক্সটেনশন (এক্রিলিক ও জেল), বডি ওয়াক্সিং (Chocolate & Rica Wax) থ্রেডিং (ভ্রু, আপার লিপ, ফুল ফেস),ব্রাইডাল ও পার্টি মেকআপ,ব্রাইডাল মেকআপ (HD, Airbrush, Matte, Glossy, Traditional), পার্টি মেকআপ (Soft, Smokey, Glam Look)। 

পার্লারের স্বত্বাধিকারী পল্লবী হালদার জানান,‘শুধুমাত্র মহিলাদের জন্য আধুনিকতার ছোয়া দিতে আমার এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা ভালো মানের পণ্যের মাধ্যমে সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করি। নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭